A Story of Artificial Intelligence………

—By Sinchan Ghosh

পর্ব ১.

ধরো তুমি একজন data scientist । কাজ করছ machine learning আর Artificial Intelligence নিয়ে। তোমার হঠাৎ মনে হল মাছ মাংস খেয়ে প্রাণী হত্যা করবে না, যা খাবে ভেষজ। কিন্তু মাছ-মাংসের স্বাদ ছাড়া বেশিদিন থাকতে পারো না। তুমি করলে কি- মাছ আর মাংসের একদম মৌলিক উপাদান গুলো বের করলে। মাছ বা মাংসে তাদের মধ্যে পারস্পরিক সংগঠন টাও বের করলে। এসব তথ্য তুমি দিয়ে দিলে তোমার trained কম্পিউটার কে। এরপর ওই উপাদানগুলোর প্রাচুর্য আছে এমন অনেক ভেষজ এর তথ্য ও সবিস্তারে কম্পিউটারকে দিয়ে দিলে।এবার আর তোমার কাজ নেই- শুধু কম্পিউটারে প্রোগ্রাম রান করে অপেক্ষা।
তা তোমার মেশিন করল কি সমস্ত ভেষজ এর data গুলো মাছ-মাংসের data র মতো করে process করতে শুরু করল।মাছ-মাংসের যে অভ্যন্তরীণ গঠনের জন্য আমরা নির্দিষ্ট স্বাদটা পাই …বিভিন্ন ভেষজকে কেমনভাবে মেশালে সেইরকম গঠন তথা স্বাদ টা পাবো …সেটা বের করাই কম্পিউটারের কাজ।কম্পিউটার বিভিন্নরকম মিশ্রণ বানিয়ে তুলনা করে দেখে, তারপর সেটাকে সামনে রেখে আরও ভালো করার চেষ্টা করে। সবশেষে সবথেক নিকটবর্তী যে রেসিপি কম্পিউটার তোমাকে দিল …সেটা নিয়ে তুমি চলে গেলে এক বড় রাঁধুনির কাছে। তারপর রান্না হয়ে যেটা এল সেটা মুখে দিয়ে তুমি ভাবলে “যাক, এবার একটা মাছ-মাংসের রেস্তরাঁ খোলা যাবে …বাঁধা লাভ”🙂🙃

The above story is written by Sinchan Ghosh………….BSC. 1st year Physics Student of Belur RamkrishnaMission Vidhyamandir….

If u feel this story really up to your 💓 plz comment down below how is the idea posed by him……

Leave a comment

Design a site like this with WordPress.com
Get started